প্রিয় মুখগুলো
কিছু মুখ কখনো পুরনো হয় না, কখনো ক্লান্ত লাগে না।
দূরত্ব যতই হোক না কেন, কিছু বন্ধন মুছে যেতে অস্বীকার করে।
কিছু হাসি মনের মাঝে জড়িয়ে থাকে,
কিছু চোখ নীরবে ভালোবাসার গল্প বলে।
প্রিয় মুখগুলো ঠিক এমনই হয়—
জীবনের ছুটে চলাতেও তারা কাছে থাকে,
নীরবেও কথা বলো,
এবং আমাদের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে ওঠো।
আপনার জীবনের সেই বিশেষ মুখ কে? ❤️
#????ℯ????????ℱ?????... https://www.facebook.com/Fahian83